প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোর জেলা বিএনপির দিনব্যাপী কর্মসূচি গ্রহণ

0

স্টাফ রিপোর্টার ॥ আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসুচি ঘোষণা করেছে যশোর জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের লালদীঘিপাড়স্থ জেলা বিএনপির কার্যালয়ে এক প্রস্তুতি সভা থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, আলহাজ মিজানুর রহমান খান, শরফুদ্দৌলাহ ছটলু, হাজী আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধূরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু, যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নূরুন্নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আবু মুরাদ, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, কৃষকদলের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি নির্মল কুমার বীট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, ছাত্রদলের জেলা শাখার সভাপতি রাজিদুর রহমান সাগর, তাতীদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান মাসুদ ও উলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা মোশারেফ হোসেন। সভায় ১ সেপ্টেম্বর বিএনপির ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা বিএনপি ও তার সকল ইউনিটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এজন্য দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে, ১ সেপ্টেম্বর সকাল ৬ টায় যশোর জেলা বিএনপির কার্যালয়সহ জেলার অন্যান্য এলাকায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় শহরের কারবালা কবরস্থানে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য মরহুম তরিকুল ইসলামের কবর জিয়ারত ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া, বেলা ১১ টায় লালদীঘির দলীয় কার্যালয়ে জেলার সকল থানা বিএনপির নেতৃবৃন্দের কাছে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সরবরাহকৃত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ। একই দিনে যশোর সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নে বৃক্ষরোপন। বিকেল ৪ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিশেষ এই দিনে জেলা বিএনপি নেতৃবৃন্দ যশোর জেলায় যেসকল নেতাকর্মী হত্যা-গুমের শিকার হয়েছেন সেসব পরিবারের সাথে যোগাযোগ করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন। সভার সভাপতি জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম এসব কর্মসূচি বাস্তবায়নে বিএনপি ও তার অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে অংশ নেওয়ার জন্য আহবান জানান।