শার্শা পাইলট স্কুলের শিক্ষক কওছার আলীর ইন্তিকাল

0

শার্শা (যশোর) সংবাদাদাতা ॥ যশোরের শার্শা উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক কাওছার আলী ইন্তিকাল করেছেন। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার সময় শার্শা কামারবাড়ি মোড় নিজ বাড়িতে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুজ্জামান জানান, তিনি ব্রেইন টিউমার অপারেশন করার পর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এরপর তিনি ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হন। তিনি জানান, এ অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি ইন্তিকাল করেন। মঙ্গলবার বাদআসর মরহুমের কর্মস্থল শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদমাগরিব নিজ জন্মভূমি বেনাপোল গয়ড়া গ্রামে দ্বিতীয় জানাজার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। মরহুমের নামাজে জানাজায় শার্শা-১ আসনের এমপি আলহাজ শেখ আফিল উদ্দিন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, যুবদল নেতা মনিরুল ইসলাম মনি, ছাত্রদল নেতা জোবায়ের শাওনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সূধীবৃন্দ অংশগ্রহণ করেন।