পাইকগাছায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আরআরএফ-এর উদ্যোগ এবং পিকেএসএফ-এর সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচির অধীনে গাইনি বিষয়ক ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা সেবা দেয়া হয়। ক্যাম্পের উদ্বোধন করেন শাখা ব্যবস্থাপক মনিশংকর মন্ডল। চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডা. ইয়াসমিন সুলতানা অ্যানি ও ডা. দোলা সাধু। এ দিন ১৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়।