পারিশ্রমিক কমানোর প্রতিবাদে যশোরে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ সরকারি পলিটেকনিক, মনোটেকনিক, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসমুহের দ্বিতীয় শিফ্ট শিা কার্যক্রমের পারিশ্রমিক কমানোর প্রতিবাদে রবিবার বিকেলে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট শিক ও কর্মচারীদের নিয়ে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষক-কর্মচারীরা এ সিদ্ধান্তকে আত্মঘাতী দাবি করে বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে। বক্তারা বলেন, এ সিদ্ধান্ত বাতিলে প্রয়োজনে একদফা দাবি নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। মানববন্ধনে অংশগ্রহণ করেন বাংলাদেশ পলিটেকনিক শিক সমিতির যশোর শাখার সভাপতি রুহুল আমিন, বাংলাদেশ শিক পরিষদের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. আবু তারিক সিদ্দিকী, বাংলাদেশ কারিগরি শিা অধিদপ্তরের কর্মচারী সমিতির যশোর শাখার সহ-সভাপতি উত্তম সরকার, পলিটেকনিক ইনস্টিটিউট, মেকানিক্যাল বিভাগের প্রধান বাবু সাহা, রফিকুল ইসলাম, ইলেকট্রিক্যাল বিভাগের শক্তিপ্রসাদ গাঙ্গুলি, কম্পিউটার বিভাগের প্রধান বিথী বিশ্বাসসহ শিক্ষক-কর্মচারীরা।