চিত্র প্রতিবেদন

0

উদাসিনতা

ঈদে সাধারণত শহরকে পরিচ্ছন্ন রাখে পৌরসভা।  কিন্তু যশোরে আজ ঈদুল ফিতরের সকালে দেখা গেল ভিন্ন চিত্র।শহরের প্রণ কেন্দ্র দড়াটানায় অর্ধেক রাস্তা জুড়ে থাকা ময়লা-আবর্জনা ডিঙিয়ে কেন্দ্রীয় ঈদগাহে নামাজে যেতে এবং বাড়ি ফিবতে  হল নগরবাসীকে।

সকাল ৯টার সময়ও অন্য জায়গা থেকে ময়লা এনে দড়াটানা মোড়ে ফেলছিলেন পৌরসভার এক পরিচ্ছন্ন কর্মী –– লোকসমাজ

তথ্য ও চিত্র : শিকদার খালিদ।