টাইগারদের ছাড়াই হচ্ছে বিশ্বকাপ, কপাল খুলল স্কটল্যান্ডের

0
বিসিবির আপসীন অবস্থান ও আইসিসির অনমনীয়তা; বিশ্বকাপের ড্রাফট থেকে বাদ টাইগাররা।। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক॥ বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এক নজিরবিহীন সিদ্ধান্তের সাক্ষী হলো ক্রীড়াঙ্গন। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিসিবির পরিবর্তে এই মেগা ইভেন্টে অংশ নেওয়ার জন্য স্কটল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে সংস্থাটি। শনিবার (২৪ জানুয়ারি) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ আইসিসির এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।

আইসিসির প্রধান নির্বাহী (সিআইও) সাঞ্জোগ গুপ্তা বোর্ড সদস্যদের কাছে পাঠানো এক চিঠিতে উল্লেখ করেছেন, বিসিবির নিরাপত্তা সংক্রান্ত দাবি ও অবস্থান আইসিসির নির্ধারিত নীতির পরিপন্থী। গত বুধবার ভারতকে ভেন্যু হিসেবে মেনে নিতে বিসিবিকে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। তবে বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর সাফ জানিয়ে দেন, ক্রিকেটারদের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ ভারতে খেলতে যাবে না।

সরকার ও বিসিবির এই অনড় অবস্থানের প্রেক্ষিতে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে লড়বে স্কটিশরা। তাদের সবকটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে এবং শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। ক্রিকবাজ জানিয়েছে, এই বিষয়ে দুবাই ও এডিনবার্গের মধ্যে যোগাযোগ চূড়ান্ত হয়েছে, যদিও স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।