“পৃথিবীর চেয়েও বেশি ভালোবাসি তোমাদের”

0

লোকসমাজ ডেস্ক ॥ নিষেধাজ্ঞার কারণে ক্রিকেটের বাইরে থাকলেও সুখের ভাটা নেই সাকিব আল হাসানের। তার সমস্ত সুখের আধার স্ত্রী ও একমাত্র কন্যা। ভালোবাসা দিবস উপলে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে এমনটাই জানালেন বাংলাদেশ ক্রিকেটের এই উজ্জ্বলতম নত্র। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা আলাইনা হাসান অব্রির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে সাকিব লিখেছেন- “পরিবারের ভালোবাসার বাঁধনে ঘিরে থাকা মানুষটাই হয় সুখী। সে হিসেবে আমি একজন সত্যিকারের সুখী মানুষ। জীবনসঙ্গিনী হিসেবে চমৎকার একজন মানুষকে আমি পেয়েছি, যে সকল সংগ্রাম আর যুদ্ধে আমার পাশে এসে দাঁড়ায়। আমাদের একমাত্র কন্যার মুখের হাসিটাই যেন আমাদের পৃথিবী।”
“ক্রীড়াবিদদের জীবনটা কেটে যায় মাঠের ভেতরেই। পরিবারকে ঠিকঠাক সময় দেয়া না হলেও আমার প্রিয়জনেরা কখনই সে অভিযোগ করেনি। বরং সব ধরনের সমর্থন আমি পেয়েছি তাদের কাছ থেকে। এই পৃথিবীর চেয়েও আমি বেশি ভালোবাসি তোমাদের। আমার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা।” উল্লেখ, ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের নভেম্বরে তাদের একমাত্র কন্যা আলাইনার জন্ম। আইসিসির নিষেধাজ্ঞার কারণে সাকিবের এখন কোনো ক্রিকেটীয় ব্যস্ততা নেই। তিন দফায় জুয়াড়িদের প্রস্তাব পাওয়ার কথা সংশ্লিষ্ট কর্তৃপকে না জানানোয় গত ২৯ অক্টোবর সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। অবশ্য প্রথম এক বছরের মধ্যে আর কোনো বিধি না ভাঙলে পরের বছরের শাস্তি স্থগিত থাকবে।