দুবাইয়ে ষষ্ঠবার বর্ষসেরা রোনালদো

0

লোকসমাজ ডেস্ক ॥ এ বছর রেকর্ড ষষ্ঠবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় হন লিওনেল মেসি। রেকর্ড ছয়বার ব্যালন ডি’অরও হাতে তোলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বার্সেলোনা অধিনায়কের সাফল্য শুধু চেয়ে চেয়ে দেখে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বছর শেষ হওয়ার ঠিক আগে তার মুখেও হাসি ফুটেছে। দুবাইয়ে ষষ্ঠ গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতেছেন জুভেন্টাস উইঙ্গার। গত মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গেছেন এবং নিজের নতুন দলের সিরি ‘আ’ জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ফেব্রুয়ারিতে পঁয়ত্রিশে পা দেবেন, তবু আলোকময় পর্তুগিজ ফরোয়ার্ড। এবারের সিরি ‘আ’তে এরই মধ্যে ২১ ম্যাচ খেলে করেছেন ১২ গোল। যদিও গোল ব্যবধানে ইন্টার মিলানের চেয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস।
এ নিয়ে টানা চারবার গ্লোব সকারের বর্ষসেরা খেলোয়াড় হলেন রোনালদো। এই ডিসেম্বরের শুরুতে ব্যালন ডি’অরের লড়াইয়ে মেসি ও ভার্জিল ফন ডাইকের পর তৃতীয় হয়েছিলেন তিনি। প্যারিসের ওই জমকালো আয়োজনে তিনি যাননি। কিন্তু দুবাইয়ে সপরিবারে এসেই হাতে নিলেন গ্লোব সকার অ্যাওয়ার্ড।জীবনসঙ্গী জর্জিনা রদ্রিগেজ, চার সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র, আলানা, ইভা ও মাতেও ছিলেন সঙ্গে। ইনস্টাগ্রামে এক পোস্টে পরিবারের ছবিসহ তিনি লিখেছেন, ‘আরও একবার গ্লোব সকার অ্যাওয়ার্ড জিতে সম্মানিত।’ বছরের শেষ সময়ে এসে বৈশ্বিক পুরস্কারটি জিতে উচ্ছ্বসিত ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড, ‘পরিবারের সঙ্গে এসে এই পুরস্কার জেতা আমার জন্য খুব আবেগের। আতিথেয়তার জন্য অনেক ধন্যবাদ, দুবাই তোমার সঙ্গে শিগগিরই আবার দেখা হবে।’ আগামী বছরও এই পুরস্কার পেতে চান সময়ের অন্যতম সেরা ফুটবলার, ‘যারা ভোট দিয়েছেন, তাদের ধন্যবাদ। আশা করি আগামী বছরও এই পুরস্কার পাবো।’ একই মঞ্চে বর্ষসেরা কোচের স্বীকৃতি পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। তার ক্লাব লিভারপুল হয়েছে বর্ষসেরা।