যশোরের ৯ থানার ওসি বদল

0

স্টাফ রিপোর্টার ॥ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে সারা দেশের ৫২৭টি থানায় লটারির মাধ্যমে ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা ওসির নামের তালিকায় নতুন কর্মস্থলের স্থানে প্রস্তাবিত লেখা হয়েছে।

পদায়নের অংশ হিসেবে যশোর জেলার ৯টি থানায় নতুন ওসি নিয়োগ পেতে যাচ্ছে। এর মধ্যে ঢাকা জেলার বাসিন্দা মো. ফারুক হোসেনকে যশোর কোতয়ালি থানায়, মোহাম্মদ আশরাফ হোসেনকে বেনাপোল পোর্ট থানায়, বগুড়া জেলার বাসিন্দা এস এম নুরুজ্জামানকে অভয়নগর থানায়, খুলনা জেলার বাসিন্দা মো. মারুফ হোসেনকে শার্শা থানায়, নেত্রকোনা জেলার বাসিন্দা মাহমুদুল হাসানকে বাঘারপাড়া থানায়, গোপালগঞ্জ জেলার বাসিন্দা সুকদেব রায়কে কেশবপুর থানায়, টাঙ্গাইল জেলার বাসিন্দা মো. রজিউল্লাহ খানকে মনিরামপুর থানায়, বগুড়া জেলার বাসিন্দা মো. রেজাউল করিমকে চৌগাছা থানায় ও গাজীপুর জেলার বাসিন্দা মো. শাহ জালাল আলমকে ঝিকরগাছা থানায় পদায়ন করা হয়েছে।

এ বিষয়ে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার দৈনিক লোকসমাজকে জানান, তারা এ সংক্রান্ত কোনো কাগজপত্র এখনো হাতে পাননি।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, জেলার ৯ থানার ওসিকেও বদলি করা হয়েছে। এর মধ্যে কোতয়ালি থানার ওসি মো. আবুল বাশার খানকে ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে।