খেলাফত ছাড়া দেশে শান্তি অসম্ভব : মামুনুল হক

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির মামুনুল হক বলেছেন, মানব রচিত মতবাদ দ্বারা দেশ পরিচালনায় কখনো শান্তি আসতে পারে না; খেলাফত রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে।

মঙ্গলবার বাদ মাগরিব প্রেসক্লাব যশোর মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস, যশোর জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জেলা সভাপতি মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতী মাসুম বিল্লাহর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

মামুনুল হক তার বক্তব্যে মানব রচিত বিভিন্ন মতবাদের (সোস্যালিজম, কমিউনিজম, ধর্মনিরপেক্ষতা, পরিবারতন্ত্র) ব্যর্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘মানব রচিত মতবাদে শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ হতে পারে, ব্যক্তি সম্পদের পাহাড় গড়তে পারে; কিন্তু দেশ ও জাতির কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। খেলাফত রাষ্ট্র ব্যবস্থার অর্থই হলো জুলুম ও শোষণ মুক্ত একটি সমাজ। এ সমাজে মানুষ তার জান, মাল এবং ধর্মের নিরাপত্তা নিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। সবচেয়ে বেশি সুখে থাকতে পারে বিভিন্ন ধর্মের সংখ্যালঘু সম্প্রদায়।

তিনি খেলাফত প্রতিষ্ঠার জন্য একটি ত্যাগী কর্মী বাহিনীর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাওলানা আতাউল আমিন ও মাওলানা শরীফ সাইদুর রহমান এবং খুলনা মহানগর সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা ওলিউল্লাহ মাহমুদ।

সভায় সাংগঠনিক শক্তি সঞ্চারে সদস্য সংগ্রহ, জনসংযোগ ও আগামী দিনের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

কর্মী সভা শেষে মামুনুল হক বাহাদুরপুর দারুল আরকান মাদ্রাসার বাৎসরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।