পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন, কোন দেশে কত

0
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটার নিবন্ধন করা যাচ্ছে। ছবি: প্রতীকী

লোকসমাজ ডেস্ক ॥ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ ক্রমেই বাড়ছে। নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ তথ্যমতে, শুক্রবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৭০ হাজার ৬৬০ জন প্রবাসী ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫৯ হাজার ৫১০ জন এবং নারী ভোটার ১১ হাজার ১৫০ জন।

দেশভিত্তিক হিসাবে যুক্তরাষ্ট্রে সর্বাধিক ১৪ হাজার ২৩৬ জন প্রবাসী নিবন্ধন করেছেন। এরপর দক্ষিণ কোরিয়ায় ৯ হাজার ৭৫ জন, কানাডায় ৭ হাজার ৮৭ জন, জাপানে ৬ হাজার ৪৫২ জন, অস্ট্রেলিয়ায় ৬ হাজার ২৭ জন এবং দক্ষিণ আফ্রিকায় ৪ হাজার ৪৮০ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন।

এদিকে ঠিকানা সংক্রান্ত জটিলতার কারণে সৌদি আরবসহ সাতটি দেশে সাময়িকভাবে নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। নির্বাচন কমিশনের আশা, আজই এসব দেশে আবার নিবন্ধন কার্যক্রম সচল হবে। ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানান, সংশ্লিষ্ট দেশগুলোতে দ্রুত সমস্যার সমাধান করে অ্যাপটি আবার চালুর চেষ্টা চলছে।

ইসি কর্মকর্তারা জানান, সঠিকভাবে ব্যালট পেপার পৌঁছাতে হলে আবেদনকারীদের ইংরেজিতে পূর্ণ ঠিকানা ও পোস্ট কোড দেওয়া বাধ্যতামূলক। অনেকেই ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়ায় সাময়িকভাবে অ্যাক্সেস বন্ধ করা হয়েছিল।

১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর ২৭ নভেম্বর থেকে বিশ্বের সব দেশের জন্য নিবন্ধন উন্মুক্ত রাখা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত যেকোনো দেশ থেকে যে কোনো সময় নিবন্ধন করা যাবে।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি সরকারি কর্মকর্তা, নিজ এলাকা বাইরে অবস্থানরত ভোটার এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিদের জন্যও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এতে প্রায় ১০ লাখ ভোটার উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।