যশোর আইনজীবী সমিতির নির্বাচন আগামীকাল

0

স্টাফ রিপোর্টার ॥ সব নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে জামায়াত সমর্থিত প্যানেল যোগ দিলেন সমিতির বর্তমান সভাপতি আবু মোর্ত্তজা ছোট। বর্তমানে সংগঠনটির সভাপতি পদে থেকে জামায়ত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন তিনি। এ জন্যে জামায়াত সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী আ ক ম মনিরুল ইসলাম আগেই নির্বাচনের মাঠ থেকে সড়ে দাঁড়ান।

আগামীকাল শুক্রবার যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনের দিন। সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাঝখানে দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত জুমার নামাজের বিরতি দিয়ে ভোট গ্রহণ করা হবে। যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে যশোরের আদালতপাড়া বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

এবারের নির্বাচনে ১৩টি পদের বিপরীতে একটি পূর্ণাঙ্গ ও একটি আংশিক প্যানেল থেকে ২১ জন নেতৃত্ব প্রত্যাশী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুটি প্যানেলের মধ্যে কেবলমাত্র বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সাবু-গফুর ঐক্য প্যানেল সবকটি পদে প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।

এই প্যানেলটির প্রার্থীরা হলেন, সভাপতি পদে সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক পদে এম এ গফুর, সহসভাপতি পদে গোলাম মোস্তফা, বাসুদেব বিশ্বাস, যুগ্ম সম্পাদক পদে নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে সেলিম রেজা, আশরাফুল আলম, গ্রন্থাগার সম্পাদক পদে কামরুল হাসান সোহেল ও নির্বাহী সদস্য পদে মুন্সি মঞ্জুরুল মাহমুদ লিটু, মৌলুদা পারভীন, রেহেনা খাতুন, শাহাজাহান কবির খান বিপ্লব ও মেহেদী ইমাম বাপ্পী।

জামায়াত সমর্থিত ল’ ইয়ার্স কাউন্সিলের প্রার্থীরা হলেন, সভাপতি পদে আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট, সহসভাপতি পদে আলমগীর সিদ্দিক, যুগ্ম সম্পাদক পদে আব্দুল করিম মন্ডল, গ্রন্থাগার সম্পাদক পদে শাহরিয়ার হক রিফাত এবং নির্বাহী সদস্য পদে শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেফাত রেজোয়ান সেতু সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে ৫৩৬ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন।