চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় কপোতাক্ষ নদ খননের মাটি কেটে বিক্রির অপরাধে চারজনকে প্রত্যেকের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর (তালপট্টি) এলাকায় এ অভিযান চালায় উপজেলা প্রশাসন।

জানা গেছে, চৌগাছার পাশ দিয়ে বয়ে চলা কপোতাক্ষ নদ খননের পর থেকে এক শ্রেণির অসাধু ব্যক্তি নিয়মিত মাটি বিক্রি করে আসছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নিয়ামতপুর (তালপট্টি) এলাকায় এক্সকেভেটর দিয়ে নদের কেটে কয়েকটি ট্রাকে বিক্রি করছে- এমন খবরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ সময় মাটি কাটার সাথে যুক্ত চার ব্যক্তিকে হাতে নাতে ধরে ফেলেন প্রশাসনের কর্মকর্তারা। এ ঘটনায় সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই চার ব্যক্তির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের রিপনের ছেলে আবু বকর সিদ্দিক (১৯), আন্দুলিয়া গ্রামের টিটোর ছেলে জুল হোসেন (১৯), ইছাপুর গ্রামের আব্দুল মাজিদের ছেলে জুয়েল রানা (৩৫) ও পুড়াপাড়া গ্রামের ইমদাদুলের ছেলে আবু বকর (১৯)।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে বালুমহল ও মাটি ব্যবস্থপনা আইন ২০১০ এর ১৫/১ ধারায় তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।