যশোরে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

0

স্টাফ রিপোর্টার ॥ সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। জেলা জাতীয় পার্টির আহবায়ক আজিজুর রহমান আজিজের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুফতি ফিরোজ শাহার পরিচালনায় বক্তব্য রাখেন, যুগ্মআহবায়ক এম এ হালিম, সদস্য মনিরুজ্জামান হিরন, সদর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শফিয়ার রহমান, সাধারণ সম্পাদক আব্বাস আলী মোল্লা, জেলা যুব সংহতির সভাপতি এস ইসলাম সহিদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।