দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে কৃষকের ধান

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ ঝিকরগাছায় দুর্বৃত্তরা কৃষকের মাঠের পাকা ধান পুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার শংকরপুর-কুলবাড়ীয়া মাঠে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক রাজু জানান, তিনি পেশায় একজন ভাঙাড়ি ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি তিনি ১০ কাঠা জমি বন্ধক নিয়ে আমন ধান চাষ করেছিলেন। তাদের সারা বছরের আশা-ভরসা ছিল এ ধান।

তিনি ভোরে মাঠে এসে দেখেন সেখানে আর কিছুই অবশিষ্ট নেই, সব ধান পুড়ে গেছে। কে তার এমন ক্ষতি করলো তিনি কিছুই বলতে পারেন না।

তবে তিনি জানান, কেই ইচ্ছাকৃতভাবে তার ক্ষেতের ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।