বেনাপোলে নদীর পাড় থেকে নবজাতক শিশু উদ্ধার

0

বেনাপোল (যশোর) সংবাদদাতা ॥ যশোরের বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ডের গাজীপুর ও নামাজ গ্রামের মাঝের ইছামতী নদীর পাড়ে এক নবজাতক শিশুর কান্না ছড়িয়ে পড়ে বুধবার (১২ নভেম্বর) সকালে। কান্নার শব্দে চমকে ওঠেন স্থানীয়রা। তারা ছুটে গিয়ে দেখতে পান হাকরপাড়ে একটি বস্ত্রহীন নবজাতক পড়ে আছে পাশেই এক মানসিক ভারসাম্যহীন নারী শুয়ে আছে ক্লান্ত ও অসহায়ভাবে।

গ্রামের আলী হোসেন কালু ও তার স্ত্রী নারগিস বেগম প্রথমে শিশুটিকে দেখতে পান। মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করে তারা শিশুটিকে কোলে তুলে নেন, কাপড়ে জড়িয়ে উষ্ণতা দেন এবং প্রাথমিক সেবা দেন। পরে খবর যায় বেনাপোল পৌরসভায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। তিনি নবজাতকের সুস্থতা যাচাই করে শিশুটির জন্য খাবার, পোশাকসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করেন।

ইউএনও জানান, ‘শিশুটিকে আমরা আপাতত উদ্ধারকারী পরিবারের হেফাজতে রেখেছি। চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। প্রশাসনের মনিটরিং ও আর্থিক সহায়তা অব্যাহত থাকবে। পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

বেনাপোল পোর্ট থানার এসআই মানিক কুমার সাহা বলেন, ‘স্থানীয়রা সাহস ও মানবতার পরিচয় দিয়েছে। শিশুটি নিরাপদে আছে। আমরা ঘটনাটি নথিভুক্ত করেছি এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।’

উদ্ধারকৃত শিশুটি এখন আলী হোসেন কালুর পরিবারের তত্ত্বাবধানে রয়েছে। তাদের ঘরজুড়ে এখন এক নবজীবনের আলো। শিশুটিকে ঘিরে গ্রামের মানুষের মধ্যেও দেখা দিয়েছে গভীর মমতা আর ভালোবাসা।

উদ্ধারের সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবক মো. তহিদ, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী, ৮৯১-এর সাধারণ সম্পাদক মো. লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।