যশোরে ঝটিকা মিছিল ছাত্রলীগের সহসভাপতিসহ আটক ৫

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে যুবলীগ ও ছাত্রলীগের নামে হেলমেট পরে ও মুখে মাস্ক দিয়ে আলাদা ঝটিকা মিছিলের সাথে জড়িতদের অধিকাংশকে শনাক্তের দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে তাদেরকে আটকের জন্যে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ব্যাপক অভিযান শুরু করেছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সাথে সম্পৃক্ততার অভিযোগে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ মোট ৫ জনকে আটক করেছে।

এরমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের যশোর জেলা শাখার একজন সহ-সভাপতি রয়েছেন। মঙ্গলবার আলাদা দুটি মামলায় তদন্তে প্রকাশিত আসামি হিসেবে তাদেরকে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

আটকরা হলেন, যশোর শহরতলির ঝুমঝুমপুরের বজলু হাওলাদারের ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানা, চাঁচড়া চেকপোস্ট এলাকার নাজিম উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম রাহুল, চাঁচড়া কলোনি নদীর পাড় এলাকার বাদশা ফয়সালের ছেলে নিরব সাদেকিন, সদর উপজেলার চান্দা আফরা গ্রামের মকবুল মিয়ার ছেলে মামুন মিয়া এবং মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে মনিরুজ্জামান। এরমধ্যে রাশেদুল ইসলাম রাহুল ও নিরব সাদেকিনকে বোমা হামলা ও বিশেষ ক্ষমতা আইনের একটি পেন্ডিং মামলায় এবং অপর ৩ জনকে জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তদন্তে প্রকাশিত আসামি হিসেবে আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মঙ্গলবার ভোরে হেলমেট পরে ও মুখে মাস্ক পরে শহরের ১ নম্বর আইনজীবী সমিতির সামনে থেকে পাইপপট্টির মোড় পর্যন্ত যুবলীগের নামে ঝটিকা মিছিল করা হয়। এর পরপরই ইংরেজিতে হাজী সুমন লেখা নিজ ফেসবুক আইডি থেকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন ওই মিছিলের একটি ভিডিও আপলোড করেন।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. মঞ্জুরুল হক ভূঞা জানান, ফেসবুকে দেওয়া এ ধরনের একটি ভিডিও তাদের দৃষ্টিগোচর হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে সরকার বিরোধী একটি মহল পরিকল্পিতভাবে মিছিলটি করেছে। তারা জড়িতদের শনাক্ত ও আটকে মাঠে কাজ করে যাচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবি পুলিশের একজন কর্মকর্তা জানান, জড়িতদের আটকে তাদের একাধিক টিম জোরালো অভিযান শুরু করেছে।

স্থানীয় একটি সূত্র জানায়, মিছিলকারীরা সকলেই সাবেক পৌর কাউন্সিলর আলমগীর কবির সুমনের ক্যাডার। এরা হলেন, শুভ, তরিকুল, আসাদ, আলমগীর কবির সুমনের একজন ভাগ্নে প্রমুখ।

এরআগে সোমবার সন্ধ্যায় যুবলীগ ছাত্রলীগের নামে মুখে মাস্ক পরে ধর্মতলা এলাকায় ঝটিকা মিছিল করে একদল যুবক।

কোতয়ালি থানা পুলিশের ওসি মো. আবুল হাসনাত খান জানান, ধর্মতলায় ঝটিকা মিছিলের সাথে জড়িতদের তারা শনাক্ত করতে পেরেছেন। তাদেরকে আটকের জন্যে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার সাথে সম্পৃক্ততার অভিযোগে ইতোমধ্যে তারা ৫ জনকে আটক করেছেন। এরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত।