চুলায় পুঁতে রাখা পিস্তলের মালিক শাকিল আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রামে লুকিয়ে রাখা অবৈধ পিস্তলের মালিক শাকিল শেখকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইনগাতি গ্রাম থেকে তাকে আটক করা হয়। শাকিল শেখ দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের ছেলে।

ডিবি পুলিশের এসআই মো. কামরুজ্জামান জানান, গত ২৫ অক্টোবর সন্ধ্যারাতে দৌলতদিহি গ্রামের হুমায়ুন কবির শেখের বাড়িতে অভিযান চালিয়ে তাদের রান্নাঘর থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে কোতয়ালি থানার পুলিশ। ওই পিস্তলটি ছিলো শাকিল শেখের।

তার মাসহ স্থানীয় লোকজন এ তথ্য পুলিশকে জানিয়েছিলেন। শাকিল শেখ পলাতক ছিলেন। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়। মামলা দায়েরের পর তাকে আটকের জন্য অভিযান শুরু করা হয়।

এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান শনাক্তের পর সোমবার ভোরে খুলনার রূপসা উপজেলার আইনগাতি গ্রাম থেকে শাকিল শেখকে আটক করা হয়। আটকের পর তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং কীভাবে তিনি অস্ত্র লুকিয়ে রেখেছিলেন এ বিষয়ে ডিবি পুলিশের কাছে বর্ণনা দেন।

ডিবি পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, পিস্তল কোথা থেকে সংগ্রহ করেছেন এবং কী কাজে ব্যবহার করতেন এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।