যশোর সার্কিট হাউসে আটক ভুয়া অতিরিক্ত সচিব জামিনে মুক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ অতিরিক্ত সচিব পরিচয়ে জেলা প্রশাসন ও সরকারি সুযোগ সুবিধা গ্রহণের অভিযোগে যশোরে আটক সেই প্রতারক আব্দুস সালাম আদালত থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে তিনি আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা তার জামিন মঞ্জুর করেন। আদালতের কোতয়ালি থানা শাখার জিআরও এসআই মাহাবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে বুধবার সন্ধ্যায় আটক আব্দুস সালামের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের রেভিনিউ খাতের ভিআইপি গাড়ির চালক আব্দুর রহিম বিশ্বাস। সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ১৮৬০ সালের পেনাল কোডের ১৭০/৪১৯ ধারায় মামলাটি করা হয়। আসামি আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপড়া ইউনিয়নের হেলাঞ্চী গ্রামের ইলাহি বক্স গাজীর ছেলে।

জিআরও এসআই মাহাবুব জানান, উল্লিখিত ধারার আসামি জামিনযোগ্য। এছাড়া আসামি অসুস্থ বলে চিকিৎসকের দেওয়া একটি ব্যবস্থাপত্র আদালতে জমা দেন তার আইনজীবী। এর প্রেক্ষিতে শুনানি শেষে আসামি আব্দুস সালামকে জামিনের আদেশ দেন আদালতের বিচারক।

অতিরিক্ত সচিব পরিচয়ে জেলা প্রশাসন ও সরকারি সুযোগ- সুবিধা গ্রহণের অভিযোগে বুধবার প্রতারক আব্দুস সালামকে আটক করা হয়। জেলা প্রশাসন তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ ও তার বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করা হয়।