যশোরে বোমা ফাটিয়ে অস্তিত্ব জানান দিল সন্ত্রাসীরা, আটক- ১

0

স্টাফ রিপোর্টার ॥ কোনো কারণ ছাড়াই যশোরের একটি সন্ত্রাসী গ্রুপ তাদের অবস্থান জানান দিতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে বোমার বিস্ফোরণ ঘটিয়েছে গতকাল।

এ সময় ধাওয়া করে রবি ওরফে পিচ্চি রবি (২১) নামে এক সন্ত্রাসীকে আটক করেন র‍্যাব সদস্যরা। গতকাল মঙ্গলবার দুপুরে যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবি ওরফে পিচ্চি রবি রেলগেট চোরমারা দিঘির পাড় এলাকার দুলালের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, দুপুরে তারা বোমাবাজ পিচ্চি রবিকে চাঁচড়ার মোড় এলাকা থেকে আটক করেছেন। রেলগেটে বোমা হামলার আসামি পিচ্চি রাজা। আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনসপেক্টর মামুন উর রশিদ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসী পিচ্চি রবি, মুরাদ ও ভাগ্নে ইমন চাঁচড়া মোড়ে ১টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে। মূলত তারা তাদের অবস্থান জানান দিতে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে ককটেলের বিস্ফোরণ ঘটায় ঘটায়। তাৎক্ষণিক এ খবর পেয়ে চাঁচড়া ফাঁড়ির পুলিশ ও র‍্যাব সেখানে যৌথ অভিযান চালায়।

এ সময় পালানোর চেষ্টাকালে পিচ্চি রবিকে আটক করা হয়। তবে তার দুই সঙ্গী মুরাদ ও ভাগ্নে ইমন কৌশলে পালিয়ে যায়।

স্থানীয় একটি সূত্রের দাবি, আইন-শৃঙ্খলা বাহিনী চাঁচড়া মোড়ে অভিযানকালে সন্ত্রাসী পিচ্চি রাজা বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।

একাধিক সূত্র জানায়, উল্লিখিত সন্ত্রাসীরা এবং তাদের অন্য সহযোগীরা রেলগেট, পুলেরহাট ও কৃষ্ণবাটি এলাকায় চুরি, ছিনতাই, মাদকের ব্যবসা ও বোমাবাজিসহ নানা পরাধের সাথে জড়িত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য, গত শনিবার বিকেল ৩টার দিকে শহরের রেলগেট ট্যাক্সি স্ট্যান্ডে প্রাইভেটকার ভাড়ায় যেতে অস্বীকার করায় সন্ত্রাসী মুরাদ ও পিচ্চি রবিসহ কয়েকজন এসে চালক রবিউল ইসলা রনির উপর বোমা হামলা চালায়।

এতে রবিউল ইসলাম রনিসহ ৪ জন জখম হন। পরে এ ঘটনায় রবিউল ইসলাম রনির স্ত্রী সুরাইয়া আক্তার কোতয়ালি থানায় মামলা করেন।