যশোর শংকরপুর থেকে আটক ১৬ জনের বিরুদ্ধে থানায় দ্রুত বিচার আইনে মামলা

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরের শংকরপুর ইসহাক সড়কস্থ পৌর কাউন্সিলর শাহেদ হাসান নয়নের অফিসের সামনে থেকে আটক ১৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা করেছে পুলিশ। ক্ষমতার দাপট দেখানোর জন্য দেশীয় অস্ত্র হাতে নিয়ে জনমনে ভীতি ও ত্রাস সৃষ্টির অভিযোগ আনা হয়েছে আটকদের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে এসআই ইবনে খালিদ হোসেন মামলাটি করেছেন।
আটকরা হচ্ছে, শংকরপুর জমাদ্দার পাড়ার মো. জামালের ছেলে রানা হোসেন (১৯), সাদেক আলী ফকিরের ছেলে মো. রানা (২৪), মৃত কবির শেখের ছেলে হাসিব শেখ (১৯), মৃত কবির হোসেনের ছেলে অভিষেক (২০), শংকরপুর বটতলার লিটনের ছেলে নয়ন (১৯), শংকরপুর ছোটনের মোড়ের শাহজাহান মোল্লার ছেলে মুরাদ মোল্লা (১৯), মুরাদের ছেলে হৃদয় (১৬), নতুন বাসটার্মিনাল এলাকার আব্দুল জলিলের ছেলে ইমন (১৯), শংকরপুর যশোর কলেজ রোডের নাজমুল শেখের ছেলে আশিক শেখ (১৬), শংকরপুর মুরগির খামার এলাকার মনিরুল ইসলামের ছেলে রাসেল (১৫), লিয়াকতের ছেলে ইব্রাহিম (২৬), শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড়ের রেজাউল ইসলামের ছেলে নাহিদ (২০), আশ্রম রোডের নুর ইসলামের ছেলে আল আমিন (২৪), শংকরপুর বটতলা মসজিদের সামনের আমিরুল মোল্লার ছেলে মহিম মোল্লা (২০), লাবলু গাজীর ছেলে রাব্বী গাজী (১৯) এবং মেডিকেল কলেজ রোডের মোশারফ হোসেনের ছেলে আজগর(২২)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ১৫/২০জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে উল্লিখিতদের আটক করা হয়। এ সময় তল্লাশি করে আসামি রানা হোসেন, রানা, হাসিব শেখ ও নয়ন প্রত্যেকের কাছ থেকে ১টি করে মোট ৪টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়।