যশোরে হেরোইন মামলায় মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে হেরোইন রাখার দায়ে জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। রোববার স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (এসপিপি) অ্যাডভোকেট আনিছুর রহমান পলাশ জানান, সাজাপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের রমজান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এ কারণে বিচারক তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে শার্শা থানা পুলিশের তৎকালীন এসআই শফিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ সাতক্ষিরা মোড়ে অভিযান চালান। এ সময় তিনি ১০০ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলমকে আটক করেন।

পরে এসআই শফিকুল ইসলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৩১ অক্টোবর তৎকালীন এসআই মোশাররফ হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এরপর জামিনে মুক্তি পান জাহাঙ্গীর আলম। মামলার শুনানি শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে উল্লেখিত সাজা প্রদান করেন।