নববর্ষকে কেন্দ্র করে অপতৎপরতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা: র‍্যাব

0

লোকসমাজ ডেস্ক॥ ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বাড়ানো হয়েছে সাইবার মনিটরিং। কেউ কোনও ধরনের অপতৎপরতার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। শুক্রবার (৩১ ডিসেম্বর) তিনি বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। তিনি বলেন, ইংরেজি নতুন বছর উদযাপনের সময় যেকোনও ধরনের নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজধানীতে কোথাও উন্মুক্ত স্থানে কোনও অনুষ্ঠান হচ্ছে না। বাইরে কোনও কাজ না থাকলে বাসায় অবস্থান করার পরামর্শ দেন তিনি। কোনও ধরনের উশৃঙ্খলাকে বরদাস্ত করা হবে না। বিভিন্ন সড়কে বাড়ানো হয়েছে নজরদারি। কোনও ধরনের নাশকতার আশঙ্কা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা কোনও শঙ্কাই উড়িয়ে দিচ্ছি না। আমাদের গোয়েন্দা নজরদারি চলমান রয়েছে। যেকোনও ধরনের নাশকতা প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি। অপরাধীদের কোনও ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন র‍্যাবের এই কর্মকর্তা।