যদি সহায়ক পুলিশ লাগে, আমি শিবির-জামায়াতের লোক দেব: ওসিকে জামায়াতের প্রার্থী

0
ওসির রুমে বসে কথা বলছেন জামায়াত প্রার্থী।। ছবি: সংগৃহীত

লোকসমাজ ডেস্ক ॥ চট্টগ্রামের মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের সঙ্গে চট্টগ্রাম-১ আসনে (মিরসরাই) জামায়াতের মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানের কথোপকথন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

যেখানে ওসিকে জামায়াতের প্রার্থী বলেছেন, “আপনি যদি লজিস্টিক সাপোর্ট চান, আপনার পুলিশের সাথে সহকারী হিসেবে যদি মনে করেন সহায়ক পুলিশ লাগবে, আমি শিবির-জামায়াতের লোক দেব। যদি আপনারা মনে করেন যে গোয়েন্দার লোক লাগবে, আপনি ইউনিয়ন ভিত্তিতে গোয়েন্দা টিম গঠন করেন, আমি স্পেশালি লোক সাপ্লাই দেব।”

মিরসরাইয়ে ডাকাতির ঘটনা বন্ধের বিষয়ে গত ২০ নভেম্বর থানায় কথা বলতে গিয়ে ওসিকে এমন কথা বলেছেন বলে দাবি সাইফুর রহমানের।

ওসিকে সাইফুর রহমান আরও বলেন, “এই যে মিরসরাইতে ক্রমবর্ধমান ডাকাতি চলছে, যদি আমরা দুয়েকটা ডাকাতকে স্ট্যান্ডবাই ধরতে পারতাম, শাস্তি দিতে পারতাম, কিছু একটা লোকজনের নজরে আনতে পারতাম, তখন হয়তো সবাই মনে করতো অ্যাকশনমূলক কাজটা বেশি হচ্ছে।”

সত্যিকার অর্থে সহযোগিতা করতে চাওয়ার কথা জানিয়ে জামায়াতের প্রার্থী এ-ও বলেন, “এখন আমরা তো আর ডাকাত ধরার জন্য একেক বাড়িতে হানা দিতে পারি না। উল্টো আমাদের ডাকাত হিসেবে ওরা চিহ্নিত করে ফেলবে।”

ভিডিওতে সেই জামায়াত প্রার্থীকে আরও বলতে শোনা যায়, ডিজিএফআইয়ের এখানে যিনি দায়িত্বে ছিল, তার সাথে ফোন করে কথাও বলছি। এর আগে এসবির যিনি ছিলেন, তাকেও আমি বলেছি। আমি বললাম যে, দেখেন এগুলোর সাথে আপনারা সবাই সম্পৃক্ত, আপনি ইনফরমেশন দিলেই তো পুলিশ অ্যাকশনে যাবে।

ভিডিওতে ওসি আতিকুর রহমানকেও কথা বলতে শোনা যায়। এ সময় তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের আপনাদের সহযোগিতা দরকার। অন্তত ১৫টা দিন আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখেন কী রেজাল্ট আসে। আপনি যেটা প্রথমে প্রস্তাব দিয়েছেন, আমি এটাতে খুবই আনন্দিত এবং খুব খুশি হয়েছি। আপনাদের সমাজসেবী যারা আছেন, পাড়ায়-পাড়ায় মহল্লায়-মহল্লায় টিম করে দেন, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করি, আমার পুলিশের সঙ্গে যুক্ত থাকবে। আমি সরাসরি যুক্ত থাকব। মাঠে তাদের তদারকি করব, তাদের সেফটি আমি দেব।”

সুত্রঃ যমুনা টেনলিভিশন