শার্শায় সাংবাদিক মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

0

ঝিকরগাছা ও বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা ॥ যশোরের শার্শায় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা সংবাদদাতা মনিরুল ইসলাম মনির বিরুদ্ধে হওয়া মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গ্রামবাসীর আয়োজনে শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপী যশোর-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল বাজারে এ মানববন্ধন হয়। এ সময় গিলাপোল এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী বলেন, সাংবাদিক মনিকে স্থানীয় একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন মামলায় ফাঁসিয়েছে। অচিরেই সুষ্ঠু তদন্তপূর্বক ন্যায় বিচার দাবিও করেন তারা।

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল এলাকার এক নারী তার ছেলেকে বলাৎকারের মিথ্যা অভিযোগ এনে শার্শা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন। পরে শার্শা থানা পুলিশ অভিযোগটি মামলায় রুপান্তরিত করে তদন্ত ও ডাক্তারি পরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে সাংবাদিক মনিরুল ইসলাম মনিকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

এদিকে, দৈনিক লোকসমাজের শার্শা উপজেলা সংবাদদাতা ও যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনির নামে মিথ্যা হয়রানিমূলক মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিবৃতি দিয়েছেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন, ঝিকরগাছা প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুল, সহ-সভাপতি আতাউর রহমান জসি, সহ-সভাপতি আবুল কাশেম, সেক্রেটারি তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক কামরুজ্জামান কামাল, ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দফতর সম্পাদক কে এম ইদ্রিস আলী, কোষাধ্যক্ষ আবিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর রহমান, সাংবাদিক আলমগীর হোসেন, রেজোয়ান বাপ্পি, শাহ্জামাল শিশির, আশরাফুল আলম রানা, মোহাম্মদ আলী জিন্নাহ, মহসিন আলম, রাফিউল ইসলামসহ সকল সদস্যবৃন্দ। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক মনিরুল ইসলাম মনির নিঃশর্ত মুক্তি দাবি করেন।