চুয়াডাঙ্গায় ৫ হাজার ৭০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

0

রিফাত রহমান, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গা শহর থেকে ৫ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী নাজমুল হোসাইনকে (৩৮) আটক করেছে ডিবি পুলিশ। শনিবার পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। আটক নাজমুল হোসাইন দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ক্লাবপাড়ার মৃত মনোয়ার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের প্রেস ব্রিফিংয়ে জানান, গোপনে খবর পেয়ে ডিটেক্টিভ ব্র্যাঞ্চের সদস্যরা শুক্রবার রাতে চুয়াডাঙ্গা শহর থেকে নাজমুল হোসাইনকে (৩৮) আটক করেন এবং অপর ব্যক্তি পালিয়ে যায়।

এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো ৩০ প্যাকেট নীল রংয়ের প্লাস্টিকের জিপারের মধ্য থেকে ৫ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আটক ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে তিনি জানান।