মনিরামপুরের চিহ্নিত সন্ত্রাসী সোহেলের মাদক মামলায় ১০ বছরের কারাদণ্ড

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের মনিরামপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রবিউল ইসলাম কালু নামে মামলার অপর আসামিকে খালাস দিয়েছেন আদালত।

মঙ্গলবার স্পেশাল দায়রা জজ (জেলা ও দায়রা জজ) এস. এম. নূরুল ইসলাম এই রায় প্রদান করেন। স্পেশাল পিপি অ্যাড. আনিছুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত সোহেল রানা মনিরামপুর উপজেলার গোয়ালবাড়ি গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। অপরদিকে খালাস পাওয়া আসামি রবিউল ইসলাম কালু বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৯ আগস্ট ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের তৎকালীন এসআই মো. মফিজুল ইসলাম ঝিকরগাছা উপজেলার মোবারকপুর নিমতলা এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ সন্ত্রাসী সোহেল রানাকে আটক করেন। এছাড়া তার কাছে মাদক বিক্রির ৪৫ হাজার টাকা পাওয়া যায়।

এ ঘটনায় আটক সোহেল রানা ও রবিউল ইসলাম কালু নামে তার এক সহযোগীকে পলাতক দেখিয়ে অস্ত্র ও মাদক আইনে ঝিকরগাছা থানায় আালাদা মামলা করেন এসআই মফিজুল ইসলাম।

মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আসামি সোহেল রানা দোষী সাব্যস্ত হওয়ায় তাকে উল্লিখিত সাজা প্রদান করেন আদালতের বিচারক। তবে এর আগে ওই মামলায় জামিন পাওয়ার পর থেকে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন বিচারক।

এছাড়া মামলার অপর আসামি রবিউল ইসলাম কালুর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন।