বৃষ্টির অজুহাতে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে নিত্যপণ্য

0

শেখ আব্দুল্লাহ হুসাইন ॥ বৃষ্টি নেই, অজুহাত রয়ে গেছে। বাজারে এখনও চড়া দামে বিক্রি হচ্ছে মাছ, মাংস, ডিম ও সবজি। ভোক্তাদের অভিযোগ তারা অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নানাভাবে ঠকছেন। রোববার যশোর শহরের বড় বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

ভাদ্র মাসের শেষ সপ্তাহে এসেও ইলিশের নাগাল পাওয়া যায়নি। বাজারে ছোট ইলিশের সরবরাহ কিছুটা বাড়লেও আসল স্বাদের কেজি সাইজের ঘাটতি রয়েই গেছে। যাও মিলছে তার দামও এখনও অনেক বেশি।

খুচরা মাছ বিক্রেতা মো. রিয়াজুল আলম রোকন লোকসমাজকে জানান, যশোর বড় বাজার মাছবাজারে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। তবে ভালো সাইজের মাছের সরবরাহ নেই বললে চলে। তিনি জানান, রোববার এক কেজি ও তার একটু বেশি ওজনের নদীর ইলিশ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৪শ টাকা, ৮শ/৯শ গ্রাম ওজনের ইলিশের কেজি ২২শ টাকা, ৫শ/৬শ গ্রাম ওজনের ইলিশের কেজি ১৮শ/২ হাজার টাকা, ৩টায় কেজি ইলিশ ১ হাজার টাকা ও ৫/৬ টায় কেজি ইলিশ ৮শ/সাড়ে ৮শ টাকা। আর সাগরের লোনা পানির ইলিশ ৭/৮ টায় কেজি ৫শ টাকা।

তাছাড়া অন্যান্য মাছও চড়া দামে বিক্রি হয়েছে। ৩/সাড়ে ৩ কেজি ওজনের রুই মাছ বিক্রি হয়েছে প্রতি কেজি ৫শ টাকা, ২/আড়াই কেজি কাতল মাছের কেজি ২৮০ টাকা,১৬ টায় কেজি গলদা চিংড়ি ১৩শ/১৪শ টাকা, ৮ টায় কেজি গলদা চিংড়ি ১৫শ/১৬শ টাকা, ট্যাংরা মাছ কেজি ৮শ/১ হাজার টাকা, বাইম মাছ কেজি ৬শ/১ হাজার টাকা,৫শ গ্রাম ওজনের সিলভার কার্প মাছের কেজি ১২৫ টাকা,২ টায় কেজি তেলাপিয়া মাছ ২শ টাকা, ৫/৬ টায় কেজি তেলাপিয়া মাছ ১৬০/১৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

বাজারে খামারের মুরগি,ডিম ও গরুর মাংসও বাড়তি দামেই বিক্রি হচ্ছে। খুচরা মুরগি বিক্রেতা আবুল হাশেম জানান, রোববার খামারের লেয়ার মুরগি প্রতি কেজি ৩৩০ টাকা, সোনালি মুরগি ২৯০ থেকে ৩শ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া খামারের লাল মুরগির ডিমের হালি ৪৬ টাকা ও সাদা ডিমের হালি ৪৪ টাকা এবং বড় বাজার কাঠেরপুলে গরুর মাংসের কেজি ৭৫০ টাকা দরে বিক্রি হয়েছে।

এদিকে বড় বাজারে যশোর অঞ্চল ছাড়াও অন্যান্য স্থান থেকে সবজি আমদানি হলেও দাম কমছে না। রোববার খুচরা বিক্রেতা নাসির আলী জানান, বেগুন প্রতি কেজি ১২০ থেকে ১৪০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৮০/১০০ টাকা, ঢ্যাঁড়স ৮০/১০০ টাকা, করলা ৮০ টাকা, কাকরোল ৮০ টাকা, ঝিঙে ৭০/৮০ টাকা, পটল ৬০/৭০, শসা ৬০/৭০ টাকা দরে বিক্রি হয়েছে।

রোববার বড় বাজারে আসা ক্রেতা মহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান, গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির অজুহাতে বড় বাজারে সবজিসহ নিত্যপণ্যের দাম বাড়ার পরে আর কমেনি। বর্তমানে সব পণ্যের যোগান পর্যাপ্ত থাকলেও এক শ্রেণির অসাধু ব্যবসায়ী বৃষ্টির অজুহাত ধরে রেখে পণ্যের বাড়তি দাম নিয়ে চলেছেন।