শৈলকুপায় ডোবার পানি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

0

শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা ।। ​ঝিনাইদহের শৈলকুপায় চড়িয়ার বিল মহাসড়কের পাশে একটি ডোবা থেকে মশিউর রহমান রুজু মিয়া (৮১) নামের এক বৃদ্ধের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ১৭ মাইল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মশিউর রহমান উপজেলার পদমদী গ্রামের মৃত আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

​পারিবারিক সূত্রে জানা যায়, মশিউর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং প্রায়ই কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যেতেন। গত বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার কোনো সন্ধান পাননি।

​প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম জানান, শনিবার দুপুরে ধানের জমিতে কাজ শেষে বাড়ি ফেরার পথে তিনি ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে মরদেহটি উদ্ধার করে এবং পরে মৃতের পরিচয় শনাক্ত করা হয়।

​এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।