সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় একজন গ্রেফতার

সাদা পোশাকে অভিযান নিয়ে নানা প্রশ্ন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরের রাজারহাট এলাকায় সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় শাওন সরদার নামে এক সন্দেহভাজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শাওনের ভ্যাড়িতে তল্লাশি চালিয়ে ঘটনার সময় পরিহিত পোশাক জব্দ করা হয়। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত জানান, এই ঘটনায় সিআইডির এক সদস্যকে রশি দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। শাওন সরদারকে মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো

এ মামলার প্রধান আসামি তুষার সরদার এখনো পলাতক। পুলিশ জানায়, তুষার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। বুধবার তাকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার সহযোগীরা এসে সিআইডি সদস্যদের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।

এ ঘটনায় কোতোয়ালি থানায় বৃহস্পতিবার দুটি মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযানে অংশ নেওয়া সিআইডি সদস্যরা পোশাক ও পরিচয়পত্র ছাড়া উপস্থিত হয়েছিলেন।

এ নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করেছেন, অভিযানের আগে থেকেই পুলিশের সঙ্গে তুষার সরদারের একটি সম্পর্ক ছিল, যা এই হামলার ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে।

এলাকাবাসীরা জানান, তুষার সরদার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেকে ছাত্রলীগ নেতা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন।

স্থানীয় এক জনপ্রতিনিধির আশ্রয়ে তিনি এসব কর্মকা-চালিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে আগেও দুটি মামলা রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তুষারকে আটকের সময় তার সহযোগীরা দ্রুত এলাকায় ভিড় তৈরি করে। ওই ভিড়ের মধ্যেই সিআইডি সদস্যদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তুষারকে ছিনিয়ে নেওয়া হয়।

ওসি আবুল হাসনাত জানান, শাওন সরদারকে আটকের পর তার বাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। প্রধান আসামি তুষারসহ অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে যশোর সিআইডি পুলিশের পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি) সিদ্দিকা বেগম বলেন, ‘বিষয়টি নিয়ে আমাদের একটি বিশেষ টিম কাজ করছে।

পুলিশের পাশাপাশি সিআইডিও তদন্তে মাঠে রয়েছে।’