ভাড়াবাড়ি থেকে নারীসহ ডাকাত দলের দু’সদস্য আটক, পিচ্চি রাজাসহ পলাতক- ২

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরতলীর শেখহাটি আদর্শ পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে ডাকাত দলের নারীসহ দুই সদস্যকে গত শুক্রবার বিকেলে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও ৩টি ধারালো অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে কোতয়ালি থানা পুলিশের এসআই মিনারা খাতুন গোপন সূত্রে জানতে পারেন, শেখহাটি বাবলাতলা আদর্শ পাড়া জামে মসজিদের পাশের জনৈক আবু সাঈদ মো. আতিকুর রহমানের ৩ তলা ভবনের নিচতলার একটি ঘর ভাড়া নিয়ে সেখানে একদল ডাকাত অবস্থান করছে। এ খবর পেয়ে তিনি ফোর্স নিয়ে ওই ভাড়া বাড়িতে অভিযান চালান। এ সময় তিনি সেখান থেকে নারীসহ দুই জনকে আটক করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। পলাতক ডাকাতদের মধ্যে রেলগেট কলাবাগান এলাকার কুখ্যাত পিচ্চি রাজাও ছিলো।

আটকরা হলো ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের আলম মুন্সীর ছেলে সুলতান মুন্সী (৪২) ও যশোরের অভয়নগর উপজেলার ধুলিরগাতি গ্রামের কামরুল ইসলামের স্ত্রী পারুল খাতুন। পারুল খাতুনের স্বামী কামরুল ইসলাম শেখহাটি বাবলাতলা আদর্শ পাড়া জামে মসজিদের পাশের ওই ৩ তলা ভবনের নিচতলা প্রায় ৩ মাস আগে ভাড়া নিয়েছিলো। আটকের পর ঘটনাস্থল থেকে ১টি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৯-৬৬২৭), ১টি স্কুলব্যাগ, ১টি হ্যান্ডব্যাগ, ১টি রামদা, ১টি হাসুয়া, ১টি দা, লোহার ১টি রড, ১টি হাইড্রোলিক কাটার মেশিন, ১টি কাটার প্লাস, ২টি সেলাই রেঞ্চ, কাগজের তৈরি গাড়ির ৬টি নম্বর প্লেট ইত্যাদি জব্দ করা হয়।

সূত্র আরও জানায়, পলাতকরা হলেন, অভয়নগর উপজেলার ধুলিরগাতি গ্রামের মৃত মতলেব মোল্লার ছেলে কামরুল ইসলাম (৪৫) ও যশোর শহরের রেলগেট কলাবাগান এলাকার মজিবরের ছেলে পিচ্চি রাজা (২৮)। এর মধ্যে পিচ্চি রাজার বিরুদ্ধে থানায় ২১টি মামলা এবং কামরুল ইসলামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।

জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেসবিজ্ঞতিতে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে জানা যায়, ডাকাত দল প্রথমে কোথাও একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করতে থাকে। এরপর অন্য সদস্যরা সেখানে সমবেত হয়। পরবর্তীতে এলাকার রাস্তা চিনে পরিকল্পিতভাবে কোনো একটি বাড়িতে ডাকাতি করে থাকে।

এদিকে আটক এবং পলাতকদের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।