যশোরে জেইসিএ টি-২০ ক্রিকেটের উদ্বোধন

0

স্পোর্টস রিপোর্টার॥ যশোর এক্স-ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন আয়োজিত জেইসিএ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার সকালে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে আমেনা খাতুন ক্রিকেট গ্যালারি সভাকক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, যশোরের ক্রীড়াঙ্গনে ব্যাপক সম্ভাবনা রয়েছে। প্রয়োজন সঠিক নেতৃত্ব ও সম্পদের সঠিক ব্যবহার। যদি সঠিক ব্যবহার করা যায় ক্রীড়াঙ্গন আরও বহুদূর এগিয়ে যাবে।

যশোর জেলা ক্রীড়া সংস্থায় ২২টি ইভেন্টের খেলা হয়। এর বাইরেও গ্রামীণ বিভিন্ন খেলাধুলা রয়েছে। এসব মাধ্যমে খেলোয়াড়-কর্মকর্তা দিয়ে প্রায় এক হাজার মানুষকে যুক্ত করা সম্ভব। যদি এ মানুষগুলোর কর্মসংস্থানের সৃষ্টি করা যায় তাহলে সমাজে তার ব্যাপক প্রভাব পড়বে।

এছাড়া অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন জেলা প্রশাসক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর এক্স-ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহাতাব নাসির পলাশ। রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আইয়াজ উদ্দির রিপনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার খান মোহাম্মদ রফিক রতন, যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান, সাবেক ক্রিকেটার এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, আসাদুল্লাহ খান বিপ্লব, কাজী মশিউর রহমান রন্টু প্রমুখ।

এদিকে আগের রাতে বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী থাকায় দুই দিন টুর্নামেন্টের সকল ম্যাচ স্থগিত করা হয়েছে। বডিলি শিফটে আগামীকাল রোববার থেকে ম্যাচগুলো আবার শুরু হবে।

টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের জার্সি ও বিভিন্ন পুরস্কারের স্পন্সর করেছে রিপন অটোস প্রাইভেট লিমিটেড।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দ্বীপ স্পোর্টিং ক্লাব ও যশোর রেঞ্জার্সের। দ্বিতীয় ম্যাচে রিপন অটোস ও হ্যালো পান্ডা স্কোয়াড। টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। সিংগেল লিগ পদ্ধতির খেলা শেষে সেরা দুই দল নিয়ে হবে ফাইনাল।