ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

0
ঢাকা বিশ্ববিদ্যালয়

লোকসমাজ ডেস্ক॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের সম্মান প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের বাকি ৭ বিভাগীয় শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, “যথাযথভাবে নিয়মনীতি অনুসরণ করে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে এই ভর্তি পরীক্ষা আয়োজনে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকল অংশীজনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশা, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, কলা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এ বছর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট ২৯৩৪টি আসনের বিপরীতে আবেদন করেন এক লাখ ২৫ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে মানবিক শাখায় ১৭০৭টি আসনের বিপরীতে ৫৫১৬৫ জন, বিজ্ঞান শাখায় ৯৪৪টি আসনের বিপরীতে ৫৬ হাজার ৩৩০জন এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২৮৩টি আসনের বিপরীতে ১৪ হাজার ৫জন আবেদন করেন।