পৌরসভার সাবমার্সিবল বিল নাগরিক কমিটির ক্ষোভ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর পৌর এলাকায় সাবমার্সিবল বিল আরোপের নোটিশে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে পৌর নাগরিক কমিটি। কমিটির আহ্বায়ক শওকত হোসেন ও সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু এক বিবৃতিতে এ ক্ষোভ প্রকাশ করেন।

বিবৃতিতে তারা বলেন, পৌর নাগরিকদের দাবির মুখে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি সাবমার্সিবল বিল বাতিলের ঘোষণা দেয় পৌর কর্তৃপক্ষ। এক বছর পর পৌর কর্তৃপক্ষ সেই বিল পুনরায় চালু করায় আমাদের ক্ষুব্ধ। জনতার আন্দোলনের মুখে বাতিলকৃত বিল চালু হওয়ায় আমাদের ভাবায়িত করেছে। আমরা মনে করি পৌরসভা বাতিল কৃত বিল নাগরিকদের সাথে আলোচনা বাদে নির্ধারণ করা স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

পৌর কর্তৃপক্ষের নিবর্তনমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃবৃন্দ বলেন, পৌর নাগরিক কমিটি যশোর কর্তৃক ঘোষণা না দেওয়া পর্যন্ত সাবমার্সিবল বিল পরিশোধ করা থেকে বিরত থাকতে বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে। দ্রুতই নাগরিক কমিটির সভা করে করণীয় ঠিক করা হবে। সাথে সাথে পৌরসভাকে তাদের নিবর্তনমূলক সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানান তারা।