ঝিকরগাছায় বিএনপি নেতা আবু তালেবের স্মরণসভা অনুষ্ঠিত

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তালেবের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় ফুলবাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি। আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নাবী মুরাদ, কাজী আব্দুস সাত্তার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সুজন, বিএনপি নেতা ইসমাইল হোসেন সোহাগ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরাফাত কল্লোল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।