বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, অনিন্দ্য ইসলাম অমিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যশোর জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মাতা। বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়া বলতে আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র ও ভোটের অধিকার বোঝে। সে কারণে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বেঁচে থাকা গুরুত্বপূর্ণ। অথচ ফ্যাসিস্ট শেখ হাসিনা মিথ্যা ভিত্তিহীন মামলায় বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সেদিন শেখ হাসিনাসহ তার দোসররা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উপহাস করে ক্ষ্যান্ত হয়নি, তাকে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছিল। তাদের অপকর্মের দায়ে আজ জনগণ তাদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছে। অন্যদিকে বেগম খালেদা জিয়া স্বসম্মানে বিদেশে উন্নত চিকিৎসা নিচ্ছেন। জনগণই তাদের নেত্রীকে মুক্ত করে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আব্দুস সালাম আজাদ, কাজী আজম, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু প্রমুখ।