ঝিকরগাছায় কম্বল বিতরণ

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা॥ বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট ঝিকরগাছা উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে স্থানীয় সোনালী ব্যাংক চত্ত্বরে অনুষ্ঠিত কম্বল বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের উপজেলা সভাপতি হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড ইউনির্ভার্সিটির অর্থনীতির অধ্যাপক ও বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. শওকত আলী। প্রধান বক্তা ছিলেন, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের মহাসচিব সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সরকারি শহীদ মশিয়ুর রহমান কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান, বীমা বিশেষজ্ঞ আলমগীর হোসেন। বক্তব্য দেন, মানবাধিকার কল্যাণ ট্রাস্টের জেলা সাধারণ সম্পাদক বাদল -উর- রহমান জিয়া, সংগঠনের ঝিকরগাছা উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুর রহমান প্রমুখ।