ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

0

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এই কাজের উদ্বোধন করেন ঝিনাইদহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. মাসুদ আলী। এ সময় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ফারুক আযম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ওয়াজিদুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আফজাল হোসেন, ঝিনাইদহ বিচার বিভাগীয় কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক আসাফ-উদ-দৌলা মাসুম, আদালতের নাজির হাবিবুর রহমান, অ্যাকাউন্টেন্ট মো. জিয়াউর রহমান ।
পরিচ্ছন্নতা অভিযানকালে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট মো. মাসুদ আলী বলেন, মানুষের সুস্থ জীবন যাপনের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা অপরিহার্য। এটা মুসলিমদের ঈমানের অঙ্গ বলা হয়েছে।