বেনাপোলের কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন

0

বেনাপোল(যশোর) সংবাদদাতা্।।  স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে নির্মিত কার্গো ভেহিকেল টার্মিনাল উদ্বোধন করেছেননৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার বেলা ১২টায় উদ্বোধন শেষে তিনি বন্দরের কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, ভারতীয় আমদানিকৃত পণ্য বোঝায়় ট্রাকগুলো এ কার্গো ইয়ার্ডে রাখা হবে। সাথে সাথে ভারতে রপ্তানিমুখী বাংলাদেশি পণ্য বোঝায় ট্র্যাকগুলোই এ ইয়ার্ডে অবস্থান করবে। তবে ভারতীয় পণ্য
বোঝায় আমদানিকৃত ট্রাকের চেয়ে় ভারতে রপ্তানি বোঝায় বাংলাদেশি ট্রাক অগ্রাধিকার ভিত্তিতে এখানে অবস্থান করতে পারবে।

এসময় উপদেষ্টার সাথে উপস্থিত ছিলেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেলোয়ারা
বেগম,বন্দরের চেয়ারম্যান মানজারুল মান্নান (অতিরিক্ত সচিব),যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ
আজহারুল ইসলাম, বিজিবি দক্ষিণ পশ্চিম অঞ্চলের রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল
হুমায়ুন কবির, বেনাপোল কাস্টমস এর কমিশনার মোঃ কামরুজ্জামান,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেনাপোল পৌর প্রশাসক ড. রাজীব হাসান, শার্শা উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ফারিয়া,বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন তরফদার,বেনাপোল সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।