যশোর বিআরডিবির ১৬ লাখ টাকা আত্মসাৎ মামলায় মা ও ছেলে অভিযুক্ত

0

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) যশোর জেলা দফতরের চেক জালিয়াতি করে ১৬ লাখ টাকা আত্মসাতের মামলায় মা-ছেলেকে
অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেছে পিবিআই। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই’র এসআই রেজোয়ান আদালতে এই চার্জশিট দাখিল করেন।
অভিযুক্তরা হলেন, মনিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের মৃত রঞ্জন বিশ^াসের স্ত্রী মাধবী রানী ও ছেলে উত্তম কুমার বিশ্বাস।
মামলা সূত্রে জানা গেছে, আসামি মাধবী রানী বিআরডিবি’র ‘পেনশন ফান্ড যশোর’ থেকে পেনশন পেতেন। অগ্রণী ব্যাংকের যশোর দড়াটানা শাখা থেকে তিনি পেনশনের এই টাকা উত্তোলন করতেন। এক পর্যায়ে মাধবী রানী ও তার ছেলে উত্তম কুমার বিশ্বাস বিআরডিবি দফতরে গিয়ে গোপনে অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টের চেকের পাতা চুরি করেন। এরপর মা ও ছেলে বিআরডিবি যশোর জেলা দফতরের উপ-পরিচালক কামরুজ্জামান ও উপ-প্রকল্প পরিচালক জহুরুল ইসলামের স্বাক্ষর জাল এবং জাল সিল ব্যবহার করে ২০২৩ সালের ৯ জুলাই অগ্রণী ব্যাংকের যশোর রেল বাজার শাখা থেকে ৮ লাখ টাকা ও ১০ জুলাই ঝিনাইদহের কালীগঞ্জ শাখা থেকে ৭ লাখ ৯৯ হাজার টাকা উত্তোলন করেন। পরবর্তীতে বিআরডিবি’র যশোর জেলা দফতরের হিসাবরক্ষক বিষয়টি জানতে পেরে পিবিআই’র আছে অভিযোগ করেন। পরে পিবিআই অভিযোগের সত্যতা পাওয়ায় একই বছরের ১ আগস্ট যশোর সদরের রাজারহাট এলাকা থেকে মাধবী রানী ও তার ছেলে উত্তম কুমার বিশ্বাসকে আটক করেন। এ ঘটনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যশোরের হিসাবরক্ষক জাহাঙ্গীর কবীর কোতয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলার তদন্ত শেষে উল্লিখিত দুই জনকে অভিযুক্ত করে সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করেছেন এসআই রেজোয়ান।