২৯বর্ষ পদার্পণে দোয়া মাহফিল, সবচেয়ে কঠিনতম সময় পার করলেও লোকসমাজ দর্শনচ্যুত হয়নি : প্রকাশক

0

স্টাফ রিপোর্টার॥ প্রতিষ্ঠার ২৮ বছরে বিগত ১৭ বছর সবচেয়ে কঠিনতম সময় পার করেছে লোকসমাজ। তবে দর্শনচ্যুত হয়নি, সাদাকে সাদা, কালোকে কালো বলা থেকে বিরত হয়নি কখনও। গতকাল দৈনিক লোকসমাজ-এর ২৯বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।

যশোরের প্রাণপুরুষ, লোকসমাজের স্বপ্নদ্রষ্টা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, আজন্ম জাতীয়তাবাদী চেতনার ধারক তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনার মাধ্যমে উদযাপিত হয়েছে দক্ষিণবঙ্গের পাঠক নন্দিত দৈনিক লোকসমাজের ২৮তম জন্মদিন। এ দিন সুহৃদ শুভাকাঙ্খীদের ভালোবাসায় সিক্ত হয় লোকসমাজ পরিবার।

এসময় আমন্ত্রিত অতিথি, সুহৃদ, শুভাকাঙ্খীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। রাষ্ট্রযন্ত্রের রাহুর মুখে দাঁড়িয়ে পত্রিকাটির টিকে থাকার গল্প শোনান তিনি। বলেন, আজ ৩০ অক্টোবর, গত বছর এই দিনে কঠিন এক বাস্তবতার মধ্যে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছিলাম । আজ নতুন বাংলাদেশে লোকসমাজ ২৯ তম বর্ষে পদার্পণ করেছে। আজ এই দিনে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি ছাত্র-জনতার আন্দোলনের বীর শহীদদের। তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের সুস্থতা কামনা করেন। একই সাথে সংবাদ প্রকাশ করতে গিয়ে যে সকল সংবাদ কর্মী নিহত তাদেরও গভীর শ্রদ্ধাভরে স্মরণ এবং বিদেহী আত্মার মাগফিরাত করেন।

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে সংবাদপত্রের কন্ঠ রোধ করা হয়েছিল। আমাদের ভয়ভীতি দেখানোসহ চাপ প্রয়োগ করা হয়েছিল। সবকিছু উপেক্ষা করে লোকসমাজ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। সারা দক্ষিণাঞ্চলে লোকসমাজ নিপীড়িত মানুষের একমাত্র লোকসমাজ ছাড়া কেউ ছিল না। আমরা সত্যের পথে অবিচল থেকে প্রতিনিয়ত সংবাদ প্রকাশ করেছি।

শান্তনু ইসলাম সুমিত পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে আরও বলেন, তিনি ছিলেন এই পত্রিকার স্বপ্নদ্রষ্টা। তার আদর্শকে বুকে ধারণ করে আমার এগিয়ে চলেছি এবং ভবিষ্যতেও এগিয়ে যাব ইনশাল্লাহ। সত্যের পথে অবিচল থেকে মানুষের কথা লোকসমাজের পাতায় তুলে ধরবো ইনশা আল্লাহ।

যশোর কারবালা করবস্থানে প্রতিষ্ঠাতা প্রকাশক সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারী ও সংবাদদাতারা কবর জিয়ারতে অংশ নেন।

অনুষ্ঠান আলোকিত করেন দৈনিক লোকসমাজ পত্রিকার সম্পাদক সকলের শ্রদ্ধাভাজন অধ্যাপক নার্গিস বেগম। প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু অভ্যাগত সূধীদের স্বাগত জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য অ্যাড. জাফর সাদিক, অ্যাড. মো. ইসহক, গোলাম রেজা দুলু, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্ত্তজা ছোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রেসিডিয়াম সদস্য নিজামদ্দিন অমিত, জেলা লৌহ ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, দৈনিক সমাজের কথা ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান উদ দ্দৌলা মিথুন, দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু, সাধারণ সম্পাদক এইচ আর তুহিন, জ্যেষ্ঠ সাংবাদিক ফারাজি আহমেদ সাইদ বুলবুল, সাজেদ রহমান বকুল প্রমুখ।

এসময় দৈনিক লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম ও প্রকাশক শান্তনু ইসলাম সুমিতকে ফুলেল শুভেচ্ছা জানায় জেলা বিএনপি, জেলা আইনজীবী সমিতি, দৈনিক সমাজের কথা, দৈনিক স্পন্দন, দৈনিক গ্রামের কাগজ, দৈনিক কল্যাণ, দৈনিক রানার, দৈনিক সত্যপাঠ, রাতদিন নিউজ, প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, দৈনিক লোকসমাজ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর সাংবাদিক ইউনিয়ন, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখা, যশোর জেলা মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, চৌগাছা রিপোর্টার্স ক্লাব, যশোর সংবাদপত্র হকার্স ইউনিয়ন, কিংশুক সংগীত একাডেমি, বৈষম্য বিরোধী সনাতন সমাজ, সুরধুনী সংগীত নিকেতন, যশোর-২৫০ শয্যা হাসপাতালে কর্মচারীবৃন্দ, যশোর নগর বিএনপি, সদর উপজেলা বিএনপি, চৌগাছা উপজেলা ও বিএনপি, অভয়নগর উপজেলা বিএনপি, কেশবপুর পৌর বিএনপি, মহেশপুর উপজেলা বিএনপি, জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদল, নগর ছাত্রদল, সরকারি এম এম কলেজ ছাত্রদল, সরকারি সিটি কলেজ ছাত্রদল, পলিটেকনিক কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।পরে বেলা ১২ টায় পত্রিকা কার্যালয়ে প্রতিনিধিদের সাথে মতবিনিময় ও কেক কাটা হয়। পত্রিকা কার্যালয়ে এসে প্রকাশক শান্তনু ইসলাম সুমিতকে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়েত ইসলামী যশোর জেলা শাখার আমির অধ্যাপক গোলাম রসুল, জেলা মিনিবাস ও বাস মালিক সমিতির সভাপতি মুসলিম আলী পাপ্পু, যশোর এমএসটিপি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম, চৌগাছা সলুয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু নাসের প্রমুখ।

সন্ধ্যায় পত্রিকার কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।