কোটচাঁদপুরে আগুনে পুড়েছে দুটি দোকান

0
কোটচাঁদপুরে আগুন লেগে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত।

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ কোটচাঁদপুর ব্রিজঘাট এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে দুটি ব্যবসা প্রতিষ্ঠান। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ৮টার দিকে। এতে প্রায় সাড়ে ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই দুই ব্যবসায়ী।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান-সকাল ৮টার দিকে তিনি দেখেন তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে টিনশেডের তৈরি ইউসুফ ইলেকট্রনিক্সের মধ্যে থেকে ধোঁয়া বের হচ্ছে। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। ধোঁয়া দেখে সেখানে অনেকেই জড় হয়। মুহূর্তের মধ্যে আগুন ইউসুফ ইলেকট্রনিক্সের পুরো দোকান ভস্মীভূত করে। এ সময় পাশের দোকানেও আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকেরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ইউসুফ ইলেকট্রনিক্স ও পুশ খাদ্যের দোকনটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।

ইউসুফ ইলেকট্রনিক্সের মালিক ইউসুফ আলী আরো জানান- তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় ৬লাখ টাকার টিভি, প্রেশার কুকার ওভেনসহ বিভিন্ন ইলেকট্রনিক্স মালামাল ছিল। নগদ ২০ হাজার টাকাও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত নির্মল হালদার জানান- তার পশু খাদ্যের দোকানে প্রায় ২লাখ টাকার খাদ্য ছিল যা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কুতুব উদ্দীন বলেন- দুটি দোকান সম্পূর্ণ পুড়ে গেলেও আমরা চেষ্টা চালিয়ে পাশের আরো কয়েকটি টিনশেডের দোকান রক্ষা করতে পেরেছি। মনে হয়েছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। প্রকৃত ক্ষতির পরিমাণ এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।