৪৩ তম বিসিএস: যোগদানের তারিখ পিছিয়ে ১ জানুয়ারি

0

লোকসমাজ ডেস্ক ॥ ৪৩ তম বিসিএস এর নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের চাকরিতে যোগদানের তারিখ পিছিয়ে দিয়েছে সরকার। ১৭ নভেম্বরের নির্ধারিত তারিখের ১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয় ২০২০ সালের ৩০ নভেম্বরে, যাতে অংশ নিতে আবেদন পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০ জনের।

কোভিড মহামারীর মধ্যে ২০২১ সালের ২৯ অক্টোবর প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেয় ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর চূড়ান্ত ফল প্রকাশ করে ক্যাডার ও নন-ক্যাডার মিলে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। তাদের মধ্যে ক্যাডার পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ ছিলেন ২ হাজার ১৬৩ জন।

তীব্র গণ-আন্দোলনে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনে পাল্টে যায় চিত্র। গত ১৫ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় ২ হাজার ৬৪ জনকে ক্যাডার কর্মকর্তা হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন করে, পিএসসির সুপারিশের তালিকা থেকে বাদ যায় ৯৯ জন।

ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত আড়াইশ ক্যাডেট এসআইকে শৃঙ্খলা ভঙ্গের ‘অভিযোগে’ অব্যাহতি দেওয়া হয়েছে, যাদের নিয়োগ দেওয়া হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে।