ফুলতলায় বিএনপি নেতা জিকো হত্যা মামলার দুই আসামিসহ চারজন গ্রেফতার

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলায় বিএনপি নেতা জিকো হত্যা মামলার দুই আসামিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে ফুলতলায় বিএনপি নেতা জিকো হত্যায় পায়গ্রাম কসবার আবু বকর গাজীর পুত্র ইব্রাহীম গাজী (৬০) ও দামোদর ৭ নং ওয়ার্ডের শাহাদাৎ হোসেনের পুত্র রেজোয়ান শেখ (৩২) রয়েছেন। এ ছাড়া পুলিশ সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গাড়াখোলা গ্রামের আনোয়ার শেখের পুত্র সাকিব শেখ (২৬) ও একই গ্রামের হায়দার লস্করের স্ত্রী মমতাজ বেগমকে (৫৫) গ্রেফতার করেছে। এস আই শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ৪ জন আসামিকে শুক্রবার রাতে ফুলতলার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। উল্লেখ্য, ২০২২ সালে বিএনপির খুলনা বিভাগীয় সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে জিকোর ওপর হামলা হয়। পরবর্তীতে তার মৃত্য হয়।