ডুমুরিয়ায় বন্যার পানি নিষ্কাশনে দুটি খালের নেটপাটা অপসারণ

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ ডুমুরিয়ায় সরকারি দুটি খাল থেকে নেটপাটা অপসারণ করা হয়েছে। সম্প্রতি কয়েক দিনের টানা বর্ষণে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। খালে অবৈধভাবে নেটপাটা দিয়ে প্রভাবশালী ব্যক্তিদের মাছ চাষের কারণে পানি নিষ্কাশিত হতে পারছিল না। এ সময় বিএনপি নেতা আব্দুল মালেকের নেতৃত্বে এলাকাবাসী সম্মিলিতভাবে শনিবার ওই নেটপাটা অপসারণ করেন।
উপজেলার মাগুরাঘোনা ও আটলিয়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এসব এলাকার মানুষ অবর্ণনীয় কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। একটি প্রভাবশালী মহল খাল দুটির বিভিন্ন স্থানে অবৈধভাবে নেটপাটা দিয়ে মাছ শিকার করে আসছিল। একারণে খাল দিয়ে পানি নিষ্কাশনে বিঘœ সৃষ্টি হয়।
এ অবস্থায় ওই দুটি খালের নেটপাটা অপসারণ করার সিদ্ধান্ত নেয় এলাকাবাসী। সে মোতাবেক শনিবার সকাল ১০টায় এলাকাবাসী সম্মিলিতভাবে খাল দুটির প্রায় ৬ কিলোমিটার এলাকায় মাছ ধরার নেটপাটা অপসারণ করে। ডুমুরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক এই অপসারণ কর্মসূচির নেতৃত্ব দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম হেলাল, মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হালদার শাহাদাৎ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম বিশ্বাস, মশিয়ার রহমান, শেখ ইসহাক আলী, কালাম হালদার, মান্নান গোলদার, তৌহিদুজ্জামান তিতাস, হামিদুর রহমান বাবু, আরশাফুল সরদার, মফিজুর রহমান, মাহাবুব রহমান প্রমুখ।