প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে মিলল ৫ লাখ ডলার

0
স্টাফ রিপোর্টার॥ যশোরের শার্শা সীমান্ত থেকে পাঁচ লাখ মার্কিন ডলারসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে, একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। রোববার (২০ ডিসেম্বর) গভীর রাতে শার্শার নাভারন-উলাশি সড়কের ঢাকাগামী একটি টয়োটা (ঢাকা মেট্রো-গ-৩১-৭৮০৯) প্রাইভেটকার থেকে এ ডলার উদ্ধার করা হয়। আটকরা হলেন-চাঁদপুরের মতলব থানার খাগুড়িয়া গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে হৃদয় মিয়া (২০) ও কুমিল্লার দাউদকান্দি থানার তুলাতুলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৮)। যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল ম. সেলিম রেজা এসব তথ্য নিশ্চিত করেন।

jagonews24

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে যশোর বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল নাভারন- উলাশি সড়কে ঢাকাগামী একটি টয়োটা প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চানানো হয়। এ সময় প্রাইভেটকারের দরজা ও গিয়ার বক্সে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ বান্ডিল (প্রতিটিতে ১০ হাজার করে মোট ৫ লাখ) মার্কিন ডলার আটক করা হয়। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি ৪০ লাখ ৫ হাজার ৩০০ টাকা।

jagonews24

আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তারা হুন্ডি ও স্বর্ণ চোরাকারবারীর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন।jagonews24

আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান লে. কর্নেল ম. সেলিম রেজা।