যশোরে নারীর গলাকাটা লাশ উদ্ধার

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ গ্রামে নূর নাজমা (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে। নূর নাজমা গোয়ালদাহ মিয়াপাড়ার মো. মশিউর রহমানের কন্যা।
স্বজনরা জানিয়েছেন, একই গ্রামের আলাউদ্দিন গাজীর পুত্র সালাউদ্দিনের সাথে নূর নাজমার প্রথম বিয়ে হয়। বিয়ের ৪ মাস পর তার স্বামীকে তালাক দেন নাজমা। এরপর সালাউদ্দিনের সাথে নাজমার বিরোধ শুরু হয়। তালাকপ্রাপ্ত স্বামী সালাউদ্দিন তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকেন। শুক্রবার সকালেও তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেয়। বেলা ১১টার দিকে নাজমা বাড়ি থেকে বের হন, এরপর আর ফিরে আসেনি। বিকেল ৩টার দিকে একই গ্রামের মিকুল ব্রিকসের দক্ষিণ পাশের ফাঁকা জায়গায় শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপানো ও গলাকাটা অবস্থায় তার লাশ পাওয়া যায়। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করে। নাজমার পিতার দাবি, প্রাক্তন স্বামী সালাউদ্দিন তাকে হত্যা করেছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার(ক-সার্কেল) জুয়েল ইমরান বলেন, কে বা কারা কেন তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। শুনেছি নাজমার প্রাক্তন স্বামী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পুলিশ তাকে আটকে অভিযান শুরু করেছে। আটক করা গেলে হত্যাকা-ের বিস্তারিত জানা যাবে।