বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৪

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়া উপজেলার আয়াপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় আরিফুজ্জামান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত ও ভ্যানচালকসহ চারজন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার সকালে ভ্যানযোগে প্রাইভেট পড়তে যাওয়ার পথে পেছন থেকে প্রাইভেট কারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুজ্জামান বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা পুলিশের এস আই মনিরুজ্জামান মনিরের ছেলে।
এসআই মনির ও এলাকাবাসী জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল পৌনে ৮ টার দিকে আরিফুজ্জামান ভ্যানযোগে চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় প্রাইভেট পড়তে যাচ্ছিল। ভ্যানটি চাড়াভিটা – রুস্তমপুর সড়কের আয়াপুর গ্রামের মাঠে পৌঁছুলে একটি প্রাইভেট কার পেছন থেকে এসে ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যানটি উল্টে রাস্তার পাশে পানির মধ্যে পড়ে। এ সময় আরিফুজ্জামান ভ্যানের নিচে পানির মধ্যে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হয়। ভ্যানের চালকসহ ৩ যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে ৩জনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহত চালককে ভর্তি করা হয়েছে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তিরা হচ্ছেন চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী বলরামপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে সিনফা (১৫), নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের আজাদ বিশ্বাসের ছেলে ফয়সাল (২২) ও একই গ্রামের আলমাস মোল্লার ছেলে গালিব হোসেন (২১)। এর ভেতর সিনফার অবস্থা আশংকাজনক। সে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবায়ের হোসেন জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত আরিফুজ্জামানকে সকাল আটটা পঁচিশ মিনিটে মৃত অবস্থায় আনা হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকার লোকজন হাসপাতালে এসে ভিড় জমান। এ সময় সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।