ঝিনাইদহে স্বামী স্ত্রীকে পিটিয়ে আহত

0
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের উত্তর কাস্টসাগরা গ্রামে শনিবার স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়েছে। হামলার ভয়ে অনেকেই গ্রাম ছেড়েছেন বলেও জানা গেছে। নৌকার ভোট করার কারণে প্রতিপক্ষরা এই হামলা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, বসারত হোসেন মোল্লা  (৬০) ও তার স্ত্রী পারভিন খাতুন । আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি আছেন। হাসপাতালে চিকিৎসাধীন বসারত হোসেন মোল্লা জানান, তারা উত্তর কাস্টসাগরা গ্রামের মিজু মেম্বারের সামজিক দলের লোক হিসেবে নৌকার পক্ষে ভোট করেছেন। ভোটে নৌকার প্রার্থী পরাজিত হওয়ার পর থেকেই স্থানীয় ইউপি চেয়ারম্যানের সমর্থকরা হুমকি ধামকি ও বাজারের দোকানপাট বন্ধ করে দিয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার সকালে মাঠে ধান লাগানোর জন্য পানি দিতে গেলে বিরোধী সমাজের লোকজন ভুট্টা ক্ষেত নিয়ে মারধর করে। এসময় তার স্ত্রী পারভিনা খাতুন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।
বিষয়টি নিয়ে কালীচরণপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, কাস্টসাগরা গ্রামে আগে থেকেই সামাজিক বিরোধ ছিল। সংসদ নির্বাচন কেন্দ্র করে এই গোলমাল হয়নি। ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দিন জানান, কালিচরণপুর ইউনিয়নে একটি মারামারি হয়েছে। ঘটনা শুনেই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। থানায় একটি অভিযোগ দিয়েছেন আহতরা। তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।