খুলনার ইউপি সদস্য আরিফ হত্যায় জড়িত ৫ আসামি আগ্নেয়াস্ত্রসহ বাগেরহাটে গ্রেফতার

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে খুলনার আরিফ হত্যাকান্ডে জড়িত পাঁচ আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে জেলার রামপাল উপজেলার ফয়লা থেকে ওই আসামিদের গ্রেফতার করে রামপাল থানা পুলিশ।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২টি ওয়ানশ্যুটার গান, ৬ রাউন্ড গুলি, ৫টি মোবাইল ফোন,৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা খুলনা নগরীর ফুলবাড়ি গেট এলাকার সাবেক ইউপি সদস্য আরিফ হত্যাকান্ডে জড়িত। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পুলিশ সুপার তৌহিদুল আরিফ।
গ্রেফতারকৃতরা হলেন- খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশার বনিকপাড়া এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা(৩৬),রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহরিয়ার (২৩),ক্রসরোড এলাকার কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান(২১), ঘোষপাড়া এলাকার ওবায়দুর রহমানের ছেলে আসিফ মোল্লা(২০),বুচিতলা এলাকার আলমগীরের ছেলে ইমন হাওলাদার(২১)।
পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন তারা আরিফ হত্যার সাথে জড়িত। গত ২৪ জুন রাত পৌনে ১২টার দিকে খুলনার ফুলতলা উপজেলার কুয়েট-তেলিগাতি সড়কের কুয়েট পকেট গেটের সামনে সাবেক ইউপি সদস্য আরিফকে গুলি করে হত্যা করা হয়।